প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
৭৫ কোটি টাকা ঘুষগ্রহণ: স্ত্রীসহ সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুদকের ২ মামলা

দুই কোম্পানির কাছ থেকে ৭৫ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুটি মামলায় জাবেদ, তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান এবং তাদের পারিবারিক মালিকানাধীন ব্যাংক ইউসিবিএল ও আরামিট গ্রুপের সাবেক-বর্তমান কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলা দুটি করেছেন বলে জানিয়েছেন সংস্থার উপ-পরিচালক সুবেল আহমেদ।
দুই শিল্পপতি হলেন: চট্টগ্রামের সীতাকুণ্ডের এইচএম শিপব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরোয়ার আলম এবং নগরীর কালুরঘাটের ওয়েলমার্ট লিমিটেডের (টেক্সটাইল) সৈয়দ সিরাজুল ইসলাম।
এইচএম শিপব্রেকিংয়ের এমডি সরোয়ার আলমের কাছে ৫৫ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও ইউসিবিএল’র সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ সাতজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন: ইউসিবিএল ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট গ্রুপের এজিএম আবদুল আজিজ, মিসবহুল আলম, ইয়াছিনুর রহমান ও ইউসুফ চৌধুরী।
অন্যদিকে ওয়েলমার্ট লিমিটেডের এমডি সিরাজুল ইসলামের কাছ থেকে ২০ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জাবেদ ও তার স্ত্রী রুকমিলাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকি তিনজন হলেন: ইউসিবিএল ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট গ্রুপের এজিএম আবদুল আজিজ ও ইয়াছিনুর রহমান।
উভয় মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমিমন্ত্রী থাকাকালে
ক্ষমতার অপব্যবহার দুই শিল্পপতিকে ইউসিবিএল থেকে ৭৫ কোটি টাকা ঋণ নিতে বাধ্য করেন। পরে একইভাবে চাপ প্রয়োগ করে সমপরিমাণ টাকার চেক তাদের কাছ থেকে আদায় করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর