প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2025 ইং
অফিস রুমে ঝুলানো অবস্থায় পাওয়া গেল এনজিও কর্মীর মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে বিল্লাল হোসেন (৩৫) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জেলার বে-সরকারী উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাখার আবাসিক রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তার অফিসের আবাসিক রুমের ফ্যানের এ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার গলায় পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
মৃত বিল্লাল হোসেন ওই শাখার সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর