
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থানের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “একাত্তরে আমাদের দলের ভুলের জন্য আমরা জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান।
জামায়াত আমির আরও বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হবে—এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। ক্ষমতায় এলে সংখ্যালঘুর সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত।”
এর আগে সরকারকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।