
চলতি (২০২৫–২৬) অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটি সামান্য বেশি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের এডিপিতে মোট বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এর মধ্যে প্রথম তিন মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ১২ হাজার ১৫৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৫ দশমিক ০৯ শতাংশ।
আইএমইডির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১৩ হাজার ২১৫ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪ দশমিক ৭৫ শতাংশ।
এর আগে ২০২৩–২৪ অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৭ দশমিক ৫০ শতাংশ, ২০২২–২৩ অর্থবছরে ৮ দশমিক ৫৫ শতাংশ এবং ২০২১–২২ অর্থবছরে ৮ দশমিক ২৬ শতাংশ।
এদিকে, গত সেপ্টেম্বর মাসে এককভাবে এডিপি বাস্তবায়ন হয়েছে ২ দশমিক ৭০ শতাংশ বা ৬ হাজার ৪৪৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২ দশমিক ১৮ শতাংশ।