প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা মুকুল

মো. রেজাউল হক রহমত, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মুকুলকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করে। তবে হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। খুব দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এদিকে, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে নবীনগর পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে নবীনগর উপজেলা বিএনপি, যুবদল,ছাএদলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর