প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
ভারতকে বিশ্বকাপ জেতানো কোচের ক্রিকেটীয় জীবন নাটকীয়তায় মোড়া

ভারতীয় ক্রিকেটে অমল মজুমদারের নাম উঠলে দীর্ঘশ্বাস ফেলেন অনেকেই। অনেকেই বলেন, ভুল সময়ে জন্ম নেয়া ক্রিকেটারদের তালিকা করলে প্রথমদিকে থাকবে অমলের নাম। ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি হলেও শচীন-সৌরভ-রাহুল-লক্ষ্মণের আমলে জাতীয় দলের হয়ে খেলার স্বাদ পাননি অমল। সেই অমলের হাত ধরেই এবার বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতের নারী দল।ঘরোয়া ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করা অমল মজুমদার কখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তার কারণ, ভারতের মিডল অর্ডারে ছিলো তখন রাহুল দ্রাবিড়-ভিভিএক্স লক্ষ্মণের মতো ক্রিকেটাররা। যাদের ভিড়ে কখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি অমল।
তবে জাতীয় দলে খেলার চেষ্টা অনেকদিন পর্যন্ত করে গেছেন তিনি। অবশেষে ২০১৪ সালে ক্রিকেট থেকে অবসর নেন অমল। ২১ বছরের ঘরোয়া ক্রিকেটের অবসান ঘটার পর ২০২৩ সালে ভারতের নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। আর সেই অমল মজুমদারের হাত ধরেই রোববার (২ নভেম্বর) ভারত প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল। এদিকে ভারতকে শিরোপা জিতিয়ে ভাষা খুঁজে পাচ্ছেন না অমল মজুমদার। ম্যাচ শেষে তিনি বলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না। বুঝতে পারছি না সবটা। এই জয় দলের কৃতিত্ব। ওরা প্রাণপাত করেছে ট্রফিটার জন্য। আজ গোটা ভারত ওদের নিয়ে গর্বিত।'
একটা সময় হারের হ্যাটট্রিক করে বিশ্বকাপে বেশ ব্যাক ফুটে চলে গিয়েছিল ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রূপকথার জয়ে ইতিহাস লিখলেন স্মৃতি মন্ধানারা। আর তাদের জয়ের পেছনের নায়ক অমল মজুমদার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর