ঢাকা | বঙ্গাব্দ

ডাকারের বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, ঢাকার খবর কী?

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
ডাকারের বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, ঢাকার খবর কী? ছবির ক্যাপশন: ডাকারের বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, ঢাকার খবর কী?
ad728

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। প্রতিবছর শীতের সময় এই শহরে বায়ুদূষণ বাড়লেও এবার শীত শুরুর বেশ আগে থেকেই বাতাসে বেড়েছে দূষণের পরিমাণ। আজ শনিবার (১০ জানুয়ারি) বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার।আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা ডাকারের স্কোর ৪৩৭। বায়ুমানের এ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। আর ১৯৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানীর ঢাকা।

শুক্রবার ঢাকা শহরের স্কোর ছিল ১৫৪। গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। তবে বায়ুমানের দুটি স্কোরই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।এদিকে ভারতের দিল্লি ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একই সময়ে ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অভস্থানে দেশটির আরেকটি শহর কলকাতা। দুই শহরের বায়ুমানের স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এছাড়া পাকিস্তানের লাহোর ১৯১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। এই শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।





নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি