ঢাকা | বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনে শাহজালাল বিমানবন্দরে বেড়েছে পণ্য খালাসের গতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনে শাহজালাল বিমানবন্দরে বেড়েছে পণ্য খালাসের গতি ছবির ক্যাপশন: অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনে শাহজালাল বিমানবন্দরে বেড়েছে পণ্য খালাসের গতি
ad728

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দ্বিতীয় দিনের মতো চলছে আমদানি করা পণ্য খালাসের কাজ। গত দিনের তুলনায় বুধবার (২২ অক্টোবর) পণ্য খালাসের পরিমাণ বেড়েছে।

সকাল থেকেই বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে ভিড় করছেন আমদানিকারক প্রতিনিধি ও সি অ্যান্ড এফ (C&F) এজেন্টরা।

অগ্নিকাণ্ডের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মালামাল আপাতত বিমানবন্দরের ৯ নম্বর ফটকের পাশে বিমানের হ্যাঙারে রাখা হচ্ছে। সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাফতরিক কার্যক্রম শেষে ব্যবসায়ীরা মালামাল গ্রহণ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় অনেকেই দ্রুতই হাতে পাচ্ছেন প্রয়োজনীয় পণ্য।

তবে সি অ্যান্ড এফ এজেন্ট ও আমদানিকারকরা জানিয়েছেন, কর্তৃপক্ষ সহযোগিতা করলেও শুধুমাত্র একটি গেট দিয়ে খালাসের কারণে যথাসময়ে সব পণ্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। বিশেষ করে টিকা ও ওষুধের মতো তাপনিয়ন্ত্রিত পণ্যের খালাসে দেরি হওয়ায় উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গেটে দায়িত্বে থাকা আনসার ও কাস্টমস কর্মকর্তারা জানান, খালাস কার্যক্রম শুরু হলেও পূর্ণ গতিতে ফিরতে আরও কিছুটা সময় লাগবে।

এর আগে গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, পুলিশ, র‌্যাব, আনসার, এপিবিএন, বিমান ও নৌবাহিনীর সদস্যরা একযোগে কাজ করে সাত ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় কার্গো ভিলেজে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স—এই তিন প্রতিষ্ঠান পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাপলা চত্বরের শহীদদের নাম স্বর্ণাক্ষরের লিখে যেতে চাই: আসিফ

শাপলা চত্বরের শহীদদের নাম স্বর্ণাক্ষরের লিখে যেতে চাই: আসিফ