ঢাকা | বঙ্গাব্দ

রিয়ামনির গল্প শেষ, দুধ দিয়ে গোসলের পর বললেন হিরো আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
রিয়ামনির গল্প শেষ, দুধ দিয়ে গোসলের পর বললেন হিরো আলম ছবির ক্যাপশন: রিয়ামনির গল্প শেষ, দুধ দিয়ে গোসলের পর বললেন হিরো আলম
ad728

জনসম্মক্ষে তৃতীয় স্ত্রী রিয়ামনিকে তালাক দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরের এম ব্লকে উপস্থিত হয়ে রিয়ামনিকে মৌখিক তালাক দেন তিনি


তালাক দেয়ার পর দুধ দিয়ে গোসল করেন হিরো আলম। তাকে দুধ দিয়ে গোসল করাতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কনটেন্ট ক্রিয়েটর নারী ভক্তরা। দুধ দিয়ে গোসল করার পর হিরো আলম বলেন,

রিয়ামনির গল্প শেষ। আজকের পর থেকে হিরো আলম ও রিয়ামনির গল্প আর হবে না। এই এম ব্লকেই গত বছর আমাকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে বাসায় যেতে চাইলে রিয়ামনি অসুস্থ আমাকে বাসায় যেতে বারণ করে। প্রেমিক ম্যাক্সের সঙ্গে মিলে আমার বউ আমাকে খুন করতে চেয়েছিল।

 

হিরো আলম আরও বলেন,

আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। রিয়ামনিও মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু হতে পারেনি। এ কারণে সংসারটা করা হলো না।

 

ক্ষোভ প্রকাশ করে এ কনটেন্ট ক্রিয়েটর আরও বলেন,

রিয়ামনি কথায় কথায় আমার নামে পরকীয়ার অভিযোগ তোলে। আসলে সেই ম্যাক্সের সঙ্গে পরকীয়া জড়িতে। আপনার সবাই এর প্রমাণ আগে পেয়েছেন। তাই সবার সামনে রিয়ামনিকে তিন তালাত দিলাম। আগামীকালের মধ্যে তালাকের সব আইনি কাগজ রিয়ামনির কাছে পাঠানো হবে। তিন মাসের মধ্যে সম্পর্ক শেষ হবে। কোনোদিন আর তার সঙ্গে আমাকে দেখবেন না, দেখলে আমাকে আপনারা জুতা পেটা করবেন।

 

 
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়নে ছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার  তৃতীয় স্ত্রী রিয়ামনি। প্রথমে বাবার অসুস্থতার সময় স্ত্রীকে পাশে না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরো আলম।  এর কিছুদিন পরই তিনি জানান স্ত্রীর পরকীয়াসহ পারিবারিক একাধিক অভিযোগ। যদিও অভিযোগ তোলার পর বেশ কয়েকবার একসঙ্গে আবেগী মুহূর্তে দেখা গেছে এ দম্পতিকে। 
 

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর