ঢাকা | বঙ্গাব্দ

বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সত্য নয়: ডিএমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সত্য নয়: ডিএমপি ছবির ক্যাপশন: বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সত্য নয়: ডিএমপি
ad728

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগটি তদন্তে সত্য প্রমাণিত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, “বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাইবার স্পেসে শ্লীলতাহানি বা ধর্মীয় উসকানির কিছু উপাদান পাওয়া গেছে।”

ডিসি তালেবুর রহমান আরও জানান, “শ্রীশান্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে।”

এর আগে মঙ্গলবার মধ্যরাতে সহপাঠীর শ্লীলতাহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। ক্ষুব্ধ শিক্ষার্থীরা আহসানউল্লাহ হল থেকে মিছিল নিয়ে মূল ফটকে বিক্ষোভ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে চকবাজার থানায় মামলা দায়ের করে।

পরে পুলিশ শ্রীশান্তকে আদালতে পাঠায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার ও বৃহস্পতিবারের চলমান টার্ম পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ