ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
চাঁদপুরে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান ছবির ক্যাপশন: চাঁদপুরে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান
ad728

চাঁদপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে খাবার হোটেলসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এরইমধ্যে ফায়ারসার্ভিসে দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে আশপাশে অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোও রক্ষা পায়।


স্থানীয়রা জানান, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে ছুটে যান তারা। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানিসহ তাদের অনেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু একটি থেকে আরও কয়েকটিতে ছড়িয়ে পড়ায় ৯৯৯ জরুরি সেবায় কল দিয়ে ফায়ারসার্ভিসকে জানায়। পরে পনেরো মিনিটের মধ্যে ফায়ারসার্ভিসের দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এক ঘণ্টার চেষ্টায় পুরো আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন মিয়াজী জানান, আগুনে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।

মো. সোহেল নামে আরেকজন জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্য দিতে হবে। না হয়, তারা ঘুরে দাঁড়াতে পারবে না।

চাঁদপুরে ফায়ারসার্ভিসে উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেল থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখে প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, তাদের দোকানসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল