ঢাকা | বঙ্গাব্দ

পিছিয়ে গেল সালমান শাহ হত্যার রিভিশন মামলার শুনানি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
পিছিয়ে গেল সালমান শাহ হত্যার রিভিশন মামলার শুনানি ছবির ক্যাপশন: পিছিয়ে-গেল-সালমান-শাহ-হত্যার-রিভিশন-মামলার-শুনানি
ad728

ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানির দিন পেছানো হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক শুনানির তারিখ পিছিয়ে নতুন তারিখ আগামী ১৩ অক্টোবর ধার্য করেন।

সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানির দিন ছিল আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)। কিন্তু রিভিশনকারী পক্ষের আইনজীবী মো. আবিদ হোসেন শুনানির জন্য আরও সময়ের আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত।

 এ সময় আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
 
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মারা যান সালমান। অভিনেতার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলা হয়। যা মেনে নেয়নি তার পরিবার। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
 
ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ১৯৯৭ সালের ২৫ নভেম্বর সিএমএম আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে রায় দেন। যা প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমানের বাবা।
 
২০০৩ সালে রিভিশন মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন যেখানে সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলা হয়।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটারদের কাছে ছুটছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা

ভোটারদের কাছে ছুটছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা