এই মৌসুমে মোস্তাফিজুর রহমানের আর আইপিএল খেলা হচ্ছে না। ৯.২০ কোটি রুপিতে কিনলেও টাইগার পেসারকে স্কোয়াড থেকে ছেড়ে দিলো কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণায় বলেছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আসন্ন আসরকে সামনে রেখে আইপিএলের অভিভাবক বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করে ছেড়ে দেওয়ার কাজটি করা হয়েছে।’
কলকাতা নাইট রাইডার্সের কাছে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ এসেছিল ভারত ক্রিকেট বোর্ডের কাছ থেকে। বেশ কয়েকটি কট্টর সংগঠনের হুমকির পর বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার পথে হেঁটেছে।
ফিজকে দলে নেওয়ায় শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের সমালোচনা করে ভারতীয়দের একটি অংশ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অভিযোগ তুলে তাকে না খেলানোর দাবি ছিল ওই পক্ষের। হুমকি দেন মধ্য প্রদেশের শহর উজ্জয়নের ধর্মীয় নেতারা। ফিজকে খেলালে বাধা তৈরি করার ও মাঠ ভাঙচুরের হুশিয়ারি দিয়েছিল তারা। ভারতের মধ্য প্রদেশের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাংবাদিকদের বলেন, তাদের লোকেরা ‘ব্যবস্থা’ নেবে। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর ‘নিপীড়ন’ হচ্ছে। আরও বেশ কয়েকটি সংগঠনের কাছ থেকে একই ধরনের হুমকি আসে।
শনিবার টাইগার পেসারকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া গণমাধ্যমে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে আমরা কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর