ঢাকা | বঙ্গাব্দ

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে হতাহত১৪

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে হতাহত১৪ ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে হতাহত১৪
ad728
এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড( চট্টগ্রাম) প্রতিনিধি।। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ি এলাকার জায়গা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। ৪ অক্টোবর শনিবার ভোররাত থেকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার১০ নং ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের আলিনগর পাহাড়ি জায়গা দখল কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দিনভর দফায় দফায় ব্যাপক গোলাগুলি হয়েছে বলে এলাকা বাসী জানান। গুলাগুলিতে একজন মারা যাওয়া তথ্য পুলিশ নিশ্চিত করলেও কিন্তু নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষে আহতরা হচ্ছে- জাবেদ (৩৮),জাকির (৪৮), তানভীর (২৩),সিরাজুল ইসলাম (৪৩),ফজলুল করিম (৩২), ইসমাইল হোসেন বাবু (৩০) জাহিদুল ইসলাম (১৯),সৌরভ বড়ুয়া(১৭)মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০),শুক্কুর আলম (২২),রায়হান (১৮),শামীম (২৯)। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল সহকারী কমিশনার লাবিব আবদুল্লাহ বলেন,দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে।তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ ১৩ জনের নাম নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
প্রতিবাদ আর দাঙ্গা এক নয়, আলোচনা অর্থহীন: খামেনি

প্রতিবাদ আর দাঙ্গা এক নয়, আলোচনা অর্থহীন: খামেনি