মোঃ ওছমান গনি, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে জয়পুরহাট–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সঞ্চালনা করেন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “শিক্ষকদের ওপর সকল প্রকার জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে এবং অবিলম্বে ২০ শতাংশ বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতাসহ সকল প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, “ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন, ধামইরহাট মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান, জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান প্রমুখ।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর