ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনে সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ারে: ইসি সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
নির্বাচনে সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ারে: ইসি সচিব ছবির ক্যাপশন: নির্বাচনে সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ারে: ইসি সচিব
ad728

আগামী জাতীয় নির্বাচনী সেনাবাহিনী বর্তমানে যেভাবে মোতায়েন রয়েছে সেভাবেই অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।

 
তিনি বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। ‎সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। এছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেও মোতায়েন হবে।
 
আখতার হোসেন বলেন, নির্বাচনে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ কাজ করবে ‎দেড় লাখ। আরও বেশি সদস্য আসবে আনসার থেকে। সর্বমোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
 
 
তিনি বলেন, আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হত কিন্তু এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে। প্রস্তাব হলো, ভোটের আগের তিন দিন, ভোটের দিন এবং ভোটের পরে চারদিন মোতায়েনের, এটা আমরা পরীক্ষা করে দেখব।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
অফিস রুমে ঝুলানো অবস্থায় পাওয়া গেল এনজিও কর্মীর মরদেহ

অফিস রুমে ঝুলানো অবস্থায় পাওয়া গেল এনজিও কর্মীর মরদেহ