ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর এখন সহজেই অনলাইনে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর এখন সহজেই অনলাইনে ছবির ক্যাপশন: dainik mukto kontho shor
ad728

জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর এখন সহজেই অনলাইনে

দেশের প্রভাবশালী অনলাইন সংবাদপত্র জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর এখন অনলাইনে পাঠকদের কাছে আরও সহজলভ্য। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সুবিধার মাধ্যমে পাঠকরা ঘরে বসেই মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিক সব খবর পাচ্ছেন এই পত্রিকার ওয়েবসাইটে।

অনলাইনে পত্রিকার নাম সার্চ করলেই অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে। বর্তমানে বিশেষ করে dainikmuktokonthoshor লিখে সার্চ দিলে সরাসরি পত্রিকার লিংক চলে আসে। পাশাপাশি, পাঠকরা dainik mukto konthoshor, mukto konthoshor, daily mukto konthoshor কিংবা dainik mukto kontho shor দিয়েও সার্চ করলে যেন সহজে জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর পেয়ে যান— সেই লক্ষ্যেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ চলছে।

পত্রিকার সম্পাদকমণ্ডলী জানান, “আমরা চাই পাঠকরা যেভাবেই খুঁজুক, সহজেই যেন মুক্ত কণ্ঠস্বর পেয়ে যান। ডিজিটাল দুনিয়ায় পাঠকের সুবিধাই আমাদের প্রথম অগ্রাধিকার।”

নিরপেক্ষ সংবাদ, সাহসী কলম আর নিরন্তর পাঠকপ্রিয়তায় জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর ইতিমধ্যেই দেশের সংবাদমাধ্যমে ভিন্নমাত্রা যোগ করেছে। অনলাইন সংস্করণের মাধ্যমে এখন আরও বেশি পাঠকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি